ঢাকার অনেক জায়গায় হঠাৎ করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার আকাশে মেঘের আনাগোনা ছিল। পরে দুপুরের দিকেই রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। রমজান মাস হওয়ায় রোজাদারদের জন্য বাড়তি স্বস্তি নিয়ে এসেছে ফাল্গুন শেষের এ হালকা বৃষ্টি।
তবে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। রাজধানীর বেশ কিছু এলাকায় বৃষ্টির পর আবার রোদ উঠেছে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে তিন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, যশোর, কুষ্টিয়া এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।