রাজধানীর এলিফ্যান্ট রোডের শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ২ ঘন্টার চেষ্টায় আজ (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়েছেন। এছাড়া ভবনের ৬ জন বাসিন্দাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৯তলা ভবনটির পঞ্চমতলার একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও চারটি ইউনিট।
ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টার পর রাত সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভেতরে ধোয়া থাকায় এখনও কাজ চলছে। আগুন আর বাড়ার সম্ভাবনা নেই।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি। অগ্নিকাণ্ডের কারণে সায়েন্সল্যাব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কাজ করছে।