মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীদের হামলার মুখে বড় ধরণের চাপে রয়েছে দেশটির সামরিক সরকার। বিদ্রোহী গোষ্ঠীর সাথে লড়াইয়ে টিকতে না পেরে প্রাণ হারিয়েছে অনেক জান্তাসেনা। অনেকে আত্মসমর্পণ করেছে। হুমকির মুখে পড়েছে দেশটির রাজধানী নেইপিদো।

এই পরিস্থিতিতে বিদ্রোহীদের ঠেকাতে ‘পিপলস মিলিশিয়া’ নামের একটি আধাসামরিক বাহিনী গঠন করা হয়েছে। আর এতে যোগ দিতে সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে অস্ত্র, নগদ অর্থ এবং খাবার; এরইমধ্যে ইয়াঙ্গুন, বাগো, তানিনথারি অঞ্চল এবং মুন রাজ্যে বেসামরিক নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশী শুরু করেছে মিলিশিয়া বাহিনী।

এদিকে, মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের সাগাইং অঞ্চল আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বিদ্রোহীদের নিয়ন্ত্রণ থেকে শহরটি ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে সেনারা। ইতোমধ্যেই সাগাইংয়ের অন্যতম শহর কাওলিন ঘিরে ফেলেছে জান্তা বাহিনী।