রাজধানীর বাড্ডার কমিশনার গলিতে গুলিতে মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) মধ্য বাড্ডার কমিশনার গলির একটি দুইতলা টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে। দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বাড্ডা থানার এসআই হাসানুর রহমান বলেন, ‘নিহতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা গেছে। তার বাবার নাম আব্দুল মালেক শিকদার, বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার আগলী গ্রামে। এখনো পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
এসআই আরও জানান, মরদেহটি বাসার মেঝে থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের থুতনির নিচে গুলির ছিদ্র পাওয়া গেছে। আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যে বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে; সেটি নিহতের নিজের বাসা নয়। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায়ীদের দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বিস্তারিত তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত করা যাবে।












