বর্তমান সরকারের পদত্যাগের একদফা দাবিতে রাজধানীতে পদযাত্রা করেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।
আজ মঙ্গলবার বেলা ১১টায় গাবতলীতে পদযাত্রার উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আওয়ামী লীগ যত কথাই বলুক, দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিরোধ করা হবে। বিএনপি’র এই পদযাত্রা, তাদের আন্দোলনের বিজয়ের শোভাযাত্রা বলেও দাবি করেন মির্জা ফখরুল।
গাবতলীতে পদযাত্রার উদ্বোধনী সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে হুমকিতে ফেলে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে আওয়ামী লীগ সরকার। সময় থাকতেই সংকট না বাড়িয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়ে এই সরকারকে পদত্যাগের আহ্বান জানান মির্জা ফখরুল।
গাবতলী থেকে শুরু হওয়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র পদযাত্রায় এদিন কার্যত মিছিলের নগরীতে পরিণত হয় ঢাকা। প্রচন্ড গরম উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর মিছিলটি ৪ ঘন্টারও বেশি সময় হেঁটে মিরপুর ১, মিরপুর ১০ নম্বর গোল চত্বর হয়ে কাজীপাড়া, আগারগাঁও, কাওরান বাজার সড়ক হয়ে মগবাজারে পৌঁছায়। সেখান থেকে আবারও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা শুরু হয়। নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে মিছিলটি নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল হয়ে, রায় সাহেব বাজারে গিয়ে শেষ হয়।