রাজধানীসহ সারাদেশেই তাপমাত্রা কিছুটা কমেছে। তবে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে এখনও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরও কয়েকদিন চলবে। তবে কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায়, ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিন ধরেই রাজধানীর তাপমাত্রা কমেছে। কিন্তু গরমের কারণে অস্বস্তি দূর হচ্ছে না। বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতা যাচ্ছে বেড়ে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে তাপমাত্রা কিছুটা কমলেও রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, পাবনার ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায়।

এক সপ্তাহের বেশি সময় ধরে তীব্র তাপদাহের কারণে পাবনায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বেশি ভোগান্তি হচ্ছে বৃদ্ধ ও শিশুদের। জীবন-জীবিকার তাগিদে প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে কাজে বেরিয়েছেন অনেকে। অনাবৃষ্টির কারনে ঠিক মত আবাদ ও জমিতে সেচ দিতে পারছে না কৃষক।

আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া আগামী তিনদিনের মধ্যে দেশের আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে।

তবে কয়েকদিনের মধ্যেই দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল জানালেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান।