ইউক্রেনে সামরিক হামলা শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার সকালে দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান হামলা চালায় রুশ বাহিনী।

বৃহস্পতিবার সকালে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহী–নিয়ন্ত্রিত এলাকার কাছে রাশিয়ার পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।

এবার ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রাশিয়ার একটি হেলিকপ্টার ভূপতিত করেছে ইউক্রেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী কিয়েভ অঞ্চলের কাছে রাশিয়ার হেলিকপ্টার ‘কে-৫২’ ভূপতিত করা হয়েছে।

ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির ৪০ সেনাসদস্য ও অন্তত ১০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশাসনিক সহকারী ওলেকসি আরেস্টোভিচ।