ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে এসেও সফল হলেন সাকিব আল হাসান। মাগুরা-১ আসনে পৌনে দুই লাখেরও বেশি ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফল অনুযায়ি, সাকিব পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট।

তাঁর প্রতিদ্ব›দ্বী ডাব প্রতীকে নির্বাচন করা অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন পেয়েছেন ৫৯৭৩ ভোট। মাগুরা-১ এ মোট ভোটকেন্দ্র ছিল ১৫২টি। এই আসনে অন্য তিন প্রতিদ্ব›দ্বীর মধ্যে জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ২ হাজার ১৪৩ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এম মোতাসিম বিল্লা (টেলিভিশন প্রতীক) নিয়ে পেয়েছেন ৬৫৪ ভোট আর তৃণমূল বিএনপির সনজয় কুমার রায় (সোনালী আঁশ) পেয়েছেন ৮৬৮ ভোট।

সদরের একাংশ ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনের ১৫২ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৪৮৫। এই আসনে প্রায় ৪৮ দশমিক ৩৮ শতাংশ ভোট পড়েছে। দিনভর শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী এলাকায় কোথায় কোনো সহিংসতার অভিযোগ পাওয়া যায়নি।