অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপের ষষ্ঠ দিনে আজ রোববার (২৪শে জুলাই) বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

সিইসি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন সকলের প্রত্যাশা। অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রয়াস অব্যাহত রাখবে ইসি। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন।

এসময় খেলাফত আন্দোলন বেশকিছু দাবি জানায়। তাদের দাবিগুলো হলো- সরকারের প্রভাব থেকে মুক্ত হয়ে কাজ করতে হবে ইসিকে, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইসির অধীনে ন্যস্ত করতে হবে, নির্বাচনে ইভিএম ব্যবহার না করা, চলমান সংসদ ভেঙে নির্বাচন দিতে হবে, নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে।

আজ চারটি দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ খেলাফত আন্দোলন,  বেলা ১২টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, দুপুর আড়াইটায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ও বিকাল ৪টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সাথে ইসি মতবিনিময় করবে।

সংলাপের প্রথম পাঁচ দিনে ১৬টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। এরমধ্যে ১৩টি রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়েছে।