আগামী জাতীয় নির্বাচন নিয়ে বড় দুই রাজনৈতিক দলের অনড় অবস্থান দেশের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, বড় কোন একটি দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচনে ঝুঁকি থাকে, ভারসাম্যপূর্ণ হয় না।
আজ (বৃহস্পতিবার) বিকেলে, নির্বাচন কমিশন সচিবালয়ে ইলেকশন মনিটরিং ফোরাম-ইএমএফএর প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার আহবান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এ ব্যাপারে সরকারি দলকেও উদ্যোগ নিতে হবে। আগামী নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে বলেও জানান সিইসি।