রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটাপড়ে দুইজন নিহত হয়েছেন। আজ (সোমবার) সকাল ৯টার দিকে কালুখালী সূর্যদিয়া রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষক খয়ের খা (৬০)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সকালে টুঙ্গিপাড়া থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস সূর্যদিয়া এলাকায় পৌছালে এই দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সোমনাথ বসু বলেন, দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।