রাজবাড়ীতে মোল্লা আজিজ মহাজন (৪১) নামে এক শ্রমিক লীগ নেতাকে কু- পিয়ে হ- ত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আব্দুল আজিজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহত আব্দুল আজিজ মহাজন বালিয়াকান্দি উপজেলার কোনাগ্রাম এলাকার মৃত আজের মহাজনের ছেলে। আজিজ মহাজন নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি ছিলেন।
নিহত আজিজের ভাই আব্দুর রহমান মহাজন জানান, সরকারি খাস জমি সংক্রান্ত বিষয় নিয়ে এলাকার শাহাদত মাস্টার, রেজাউল, সালাম, খোরশেদ ও আশরাফসহ তাদের গ্রুপের লোকজনের সঙ্গে আজিজের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো।
রোববার সন্ধ্যা ৭টার দিকে ভাই মোটরসাইকেল নিয়ে একই গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মণ্ডল মোড়ে এলে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা সড়কে বাঁশ ঠেকিয়ে তার গতিরোধ করে। এ সময় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কু- পিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যান তারা। তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠনো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নেয়ার পর চিকিৎসক ভাইকে (আজিজ) মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, বালিয়াকান্দি উপজেলার কোনাগ্রামে আব্দুল আজিজ মহাজন ও রেজাউল মহাজনের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, তারই জের ধরে এই হত্যাকাণ্ড। এ ব্যপারে নিহতের ভাই আব্দুর রহমান বাদি হয়ে বালিয়াকান্দি থানায় অভিযোগ করেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।