‘চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।’- এমনি একটি চিরকুট পাওয়া গেছে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামুনশিখড় এলাকায় একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার হওয়া সেই বাড়ি থেকে।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) ও মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম খড়খড়ি উচ্চ বিদয়ালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতেন। তাদের মরদেহ দুটি ঘরে পাশাপাশি পড়ে ছিল। আর মিনারুলের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল।

পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ এ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাটি শুনেছি। আমি ত্রাণ বিতরণের জন্য এখন পদ্মার চরাঞ্চলে আছি। কী কারণে, কীভাবে, কী ঘটেছে— এ মুহূর্তে বিস্তারিত বলতে পারছি না, বিস্তারিত পরে জানা যাবে।

আরএমপির মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেইলকে বলেন, স্ত্রী, ছেলে ও মেয়েকে গলাটিপে হত্যা করে বাবা আত্মহত্যা করেছে। তাদের নাম-পরিচয় পাইনি। সেখানে পুলিশ পাঠিয়েছি। আমিও ঘটনাস্থলে যাচ্ছি। এরপর বিস্তারিত জানতে পারব এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে।

কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, কারণ জানা যায়নি। গিয়ে সব জানতে পারব। তবে কী আর কারণ হবে, হয়ত পারিবারিক অশান্তির কারণে হতে পারে।