রাশিয়ার রাজধানী মস্কোতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একটি ভবন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টায় এ হামলার ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, শুক্রবার ভোরে মস্কোতে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একটি ড্রোন মস্কোর এক্সপো ভবনে আঘাত করেছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, ইউক্রেন মস্কোতে ড্রোন হামলার চেষ্টা করেছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে গুলি করে ফেলেছে। তবে দুর্ভাগ্যবশত এর ধ্বংসাবশেষ শহরের এক্সপো সেন্টারে পড়ে।

তিনি জানান, এতে এক্সপো সেন্টারের কোনো ক্ষতি হয়নি। এছাড়া কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

সাম্প্রতিক সময়ে মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনা বাড়ছে। যদিও বেশিরভাগ অভিযোগই ইউক্রেন অস্বীকার করেছে। তবে সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ এখন রাশিয়ার ভূমিতে প্রবেশ করেছে।