কাতার বিশ্বকাপের ৩২ দেশের লড়াই শেষ করে আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের যুদ্ধ। যেখানে ব্রাজিল মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। দিনের প্রথম খেলায় আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়াম রাত ৯টায় সেমির টিকিট লড়াইয়ে নামবে এই দু’দল।
শিরোপা থেকে তিন ধাপ দূরে ব্রাজিল ও আর্জেন্টিনা। এখন অপেক্ষা কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের। এরপর সেমিফাইনাল, তারপর ফাইনাল। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বাইরে অন্য কোনো মহাদেশের দল এখন পর্যন্ত জিততে পারেনি বিশ্বকাপ। জাদুকর লিওনেল মেসির হাত ধরে এবার শিরোপা খরা কাটাতে মরিয়া আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিল সওয়ার হয়েছে নেইমারের মতো অভিজ্ঞ, রিচার্লিসন-ভিনিসিয়াস জুনিয়রদের মতো তরুণদের কাঁধে।
এর আগে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে দ্বিতীয় সারির দল নামিয়ে ক্যামেরুনের বিপক্ষে হারলেও বিশ্বকাপে ফেবারিটের মতোই খেলছে লাতিন আমেরিকার জায়ান্ট ব্রাজিল। তবে রাউন্ড অফ সিক্সটিনেদক্ষিণ কোরিয়াকে নিয়ে শেষ ষোলোর লড়াইয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ব্রাজিল। আর ঘন্টা দশেক পর শুরু হতে যাচ্ছে শেষ আটের লড়াই। এটাই বিশ্বকাপের ফরমেশন। শেষ আট থেকে সেমিফাইনাল এবং ফাইনাল। অন্যদিকে দিনের দ্বিতীয় খেলায় কোয়াটারে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে হট ফেবারিট আর্জেন্টিনা।
অঙ্কের হিসাব বলছে, আজ ব্রাজিল এবং আর্জেন্টিনা যদি হেরে যায় তাহলে বিশ্বকাপের সব আলো শেষ হয়ে যাবে। ব্রাজিল-আর্জেন্টিনা বাঁচলে বাংলাদেশের চোখে বিশ্বকাপও বেঁচে থাকবে। বিশ্বকাপের সব আলো বাঁচানোর যুদ্ধ শুরু আজ।যদি কোয়ার্টার বাধা টপকাতে পারে সেমির লড়াইয়ে মুখোমুখি হবে লাতিন এই দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।
এক নজরে দেখে নেওয়া যাক, কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি। ম্যাচ নম্বর তারিখ ম্যাচ সময় ভেন্যু।
৫৭ নম্বর ৯ই ডিসেম্বর, শুক্রবার (ব্রাজিল : ক্রোয়েশিয়া) রাত ৯টা এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান
৫৮ নম্বর ৯ই ডিসেম্বর, শুক্রবার (নেদারল্যান্ডস : আর্জেন্টিনা) রাত ১টা লুসাইল স্টেডিয়াম, লুসাইল
৫৯ নম্বর ১০ই ডিসেম্বর, শনিবার (পর্তুগাল : মরক্কো) রাত ৯টা আল থুমামা স্টেডিয়াম, দোহা
৬০ নম্বর ১০ই ডিসেম্বর, শনিবার (ফ্রান্স : ইংল্যান্ড) রাত ১টা আল বাইত স্টেডিয়াম, আল খোর