গতকাল বুধবার দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বাংলাদেশে আগামীকাল শুক্রবার থেকে রোজা শুরু হবে। আর সংযমের মাস পবিত্র রমজান শুক্রবার থেকে শুরু হলেও আনুষ্ঠানিকতা শুরু হবে আজ রাতে তারাবির নামাজ আদায়ের মাধ্যমে। এরপর ভোরে সেহরি খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। কাল রাখবেন প্রথম রোজা। তাই আগেই রোজা রাখার প্রস্তুতি সেরে ফেলেছেন মুসলি­রা।

পবিত্র রমজানকে স্বাগত জানানো ও রোজার প্রস্তুতির দৃশ্য উঠে এসেছে হাট-বাজার, পাড়া- মহল­া ও মসজিদে। রোজা উপলক্ষে শুধু ক্রেতা নয়, ব্যস্ততা বেড়েছে বিক্রেতাদেরও। রোজায় ইফতারে নানা পদের খাবারের চাহিদা বাড়ে। তাই ইফতারকে সামনে রেখে খাবার কিনছেন অনেকেই।

আজ রাত থেকে তারাবি নামাজ আদায় করবে রোজাদারগণ। এ উপলক্ষে মসজিদ ঝাড়ামোছার কাজ শেষ করে সাজানো হচ্ছে।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে রোজা। তাদের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকটি জেলার বিভিন্ন গ্রামের মানুষ আজ (বৃহস্পতিবার) থেকে পবিত্র রোজা পালন করছেন। মৌলভীবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, বরিশালসহ দেশের বেশ কিছু গ্রামের মানুষ বুধবার রাতে তারাবির নামাজ পড়েন এবং বৃহস্পতিবার ভোর রাতে সেহরি খেয়ে তারপর পবিত্র রোজা পালন শুরু করেন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ঢাকায় প্রথম দিন সেহরির শেষ সময় ভোর ৪টা ৩৯ মিনিট। ইফতারের সময় ৬টা ১৪ মিনিট।