কাতারে ফিফা বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের দ্বিতীয় পর্বের শেষ খেলায় আজ লেবাননের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে এগিয়ে লেবানন।
তবে সেটি নিয়ে মোটেও ভাবতে চান না কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। লেবাননের বিপক্ষে বাংলাদেশকে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের পারফরম্যান্স। এছাড়া হোম কন্ডিশনে তাদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল মোরসালিন-রাকিবরা।
তাই বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে জয়ের সুখস্মৃতি নিয়ে ঘরে ফিরতে চায় বাংলাদেশ। অন্যদিকে, ৫ ম্যাচে তিনটি খেলায় ড্র করেছে লেবানান। বাংলাদেশের বিপক্ষে জয় নিয়ে তাই বিশ্বকাপের মিশন শেষ করতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলাটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০ টায়।