ব্রিটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের কফিনে শ্রদ্ধা জানিয়েছেন প্র্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে রোববার স্থানীয় সময় সকালে ওয়েস্টমিনস্টার যান তিনি। এদিকে রাজা তৃতীয় চার্লস বাকিংহাম প্যালেস থেকে টেলিফোন করে তাঁর মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকার জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজার আয়োজিত রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে দেয়া সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সদ্য প্রয়াত ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতায় যোগ দিতে রোববার স্থানীয় সময় সকালে ওয়েস্টমিনস্টার যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ছোট বোন শেখ রেহানা এবং লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুন তাসনিম তাঁর সাথে ছিলেন। রানীর কফিনের সামনে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।
এদিকে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তাঁর মায়ের শেষকৃত্যে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বাকিংহাম প্যালেস থেকে শেখ হাসিনাকে টেলিফোন করেন রাজা তৃতীয় চার্লস। তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজপরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং জনগনের প্রতি ধন্যবাদ জানান।
রানীর প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা জানাতে তাঁর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়ার সিদ্ধান্তের কথা রাজাকে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় রাজা তৃতীয় চার্লস তাঁর সিংহাসনে আরোহণের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান এবং তার দীর্ঘ ও সমৃদ্ধ রাজত্ব কামনা করেন প্রধানমন্ত্রী।
এদিকে রোববার সন্ধ্যায় বাকিংহাম প্যালেসে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে ব্রিটেনের রাজার আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।