প্রশাসনের আশ্বাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। আগামীকাল (মঙ্গলবার) থেকে আবার ক্লাস পরীক্ষা শুরু হবে। আজ (সোমবার) দুপুরে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছিল রাবি প্রশাসন। এর ফলে দুই দিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে।

সংবাদ সম্মেলন উপাচার্য বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের শিক্ষার্থীদের ওপর কতিপয় স্থানীয় লোকজন যেভাবে চড়াও হয়েছিল আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বৃহৎ আকার ধারণ করলে আমরা ১২-১৩ মার্চ দু’দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছিলাম।

শিক্ষার্থীরা শান্তিপ্রিয়। তারা আমাদের কাছে কিছু দাবি জানিয়েছে। সেই দাবিগুলো মেনে নিয়েছি। তারাও ঘরে ফিরে গেছে। এখন ক্যাম্পাস শান্ত রয়েছে। সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল থেকে আবারও যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা চলবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আমার প্রশাসন কাজ করছে। সবচেয়ে বড় দাবি হলো শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা। দশতলা করে দু’টি ভবনের কাজ চলমান। খুব শিগগিরই ভবনগুলোর কাজ শেষ হবে। চারটি আবাসিক হল নির্মাণের জন্য ওপর মহলে আবেদন জানিয়েছি।

এরইমধ্যে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সব বিষয়ে খুঁটিয়ে দেখবে এবং আমাদের কাছে প্রতিবেদন দেবে। আমরা অজ্ঞাতপরিচয় ৫০০ জনের নামে মামলাও করেছি। এসময় বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করেন রাবি উপাচার্য।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বহিরাগতদের দৌরাত্ম্য বেড়ে গেছে। ক্যাম্পাসে মাইকিং করে বহিরাগত প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হবে। সন্ধ্যার পর থেকে কোনো বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রেও তাদের আইডি কার্ড দেখাতে হবে।

বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত গেইট থাকায় এমন সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। গেইটের সংখ্যা কমিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। এর আগে (শনিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হন।