গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় আটক এক মার্কিন সাংবাদিককে মুক্তি দিতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। রেবাবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনালাপে এই আহ্বান জানান তিনি।
৩১ বছর বয়সী ওয়াল স্ট্রিট জার্নালের ওই রিপোর্টারের নাম ইভান গার্শকোভিচ। গত বৃহস্পতিবার রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি জানায়, গোপন তথ্য হস্তগত করার চেষ্টাকালে রাশিয়ার ইয়েকাতেরিনবার্গ শহর থেকে ইভানকে আটক করা হয়েছে।
তবে গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে ওই সাংবাদিক ইভান গার্শকোভিচ। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। ওয়াল স্ট্রিট জার্নালের মস্কো ব্যুরোর একজন সংবাদদাতা হিসেবে কাজ করতেন ইভান।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ফোনালাপে অ্যান্টনি ব্লিঙ্কেন গুপ্তচরবৃত্তির অভিযোগে সাংবাদিক ইভান গার্শকোভিচকে আটক করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে রাশিয়ায় কারাদণ্ড পাওয়া মার্কিন নাগরিক পল ওয়েলানকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
এফএসবির দাবি, যুক্তরাষ্ট্র সরকারের স্বার্থে গুপ্তচরবৃত্তি করার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। তিনি রাষ্ট্রের গোপনীয় তথ্য সংগ্রহে জড়িত। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তদন্ত করা হচ্ছে। তাকে আনুষ্ঠানিক গ্রেপ্তার দেখিয়ে মস্কোর আদালতে তোলা হয়েছে। গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড হতে পারে।