রাশিয়ার দাগেস্তানে ভয়াবহ হামলায় কমপক্ষে ১৫ জন পুলিশ কর্মকর্তা, একজন পাদ্রী ও এক নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ডারবেন্ট এবং মাখাচকালা শহরে সংঘটিত ওই হামলায় কমপক্ষে আরও ১২ জন আহত হয়েছেন। দুটি অর্থোডক্স গির্জা, সিনাগগ ও পুলিশ পোস্টে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে আলজাজিরা।
দাগেস্তান রিপাবলিকের প্রধান জানিয়েছেন, ওই ঘটনায় অজ্ঞাত পরিচয় ৬ হামলাকারী নিহত হয়েছে। অন্যদের খুঁজছে পুলিশ। হামলাকারীদের পরনে কালো পোশাক ছিলো।
এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। মুসলিমপ্রধান দাগেস্তানে এরআগে জঙ্গি সংগঠন আইএস বেশ কয়েকবার হামলা চালিয়েছে।
হামলার পর ঘটনাস্থলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দুই শহরেই বেশ কয়েকটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। একটি ভিডিওতে দেখা গেছে, মাখাচকালা শহরে কালো পোশাক পরা কয়েকজন পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ছে। এর পরে সেখানে গাড়ি নিয়ে পৌঁছান স্থানীয় জরুরি সেবা সংস্থার সদস্যরা।
গত এপ্রিলে দাগেস্তান থেকে চারজনকে গ্রেপ্তার করেছিল রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি। এর আগের মাসে মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার সঙ্গে তারা জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছিল। ওই হামলায় ১৪০ জনের বেশি মানুষ নিহত হন। পরে হামলা দায় স্বীকার করে জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট-আইএস।