রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপকূলে শক্তিশালী ৭ দশমিক ০ মাত্রার ভূমিকম্পের পর একটি আগ্নেয়গিরি থেকে শুরু হয়েছে অগ্ন্যুৎপাত।

শিভেলুচ নামের আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হচ্ছে। ৮ কিলোমিটারেরও বেশি উঁচুতে ছড়িয়ে পড়েছে ছাই ও ধোঁয়া। আগ্নেয়গিরিটি ভূমিকম্প অনুভূতস্থল থেকে প্রায় ২৮০ মাইল দূরে অবস্থিত।

স্থানীয় সময় রোববার কামচাটকা উপকূলীয় অঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল অঞ্চলটির প্রশাসনিক কেন্দ্র  পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। আর এর গভীরতা ছিলো প্রায় ৩০ মাইল।

তবে ভূকম্পন অনুভূত হওয়ার পর কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি সুনামি সতর্কতাও। তবে, বড় ভূমিকম্পটি আঘাত হানার পর বেশ কয়েকটি আফটার শক (ছোট ছোট ভূমিকম্প) অনুভূত হয়েছে। কিন্তু এগুলোর তীব্রতা কম ছিল।