ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার শীর্ষ দুই কমান্ডারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। রুশ কর্মকর্তাদের ওপর এটি আইসিসির দ্বিতীয় দফা গ্রেপ্তারি পরোয়ানা।
তারা হলেন- রুশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সের্গেই কোবিলাশ এবং নৌবাহিনীর অ্যাডমিরাল ভিক্টর সোকোলভ।
আইসিসি বলছে, ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় ক্ষেপণাস্ত্র হামলার জন্য এ দুই রুশ কমান্ডার দায়ী। তাদের অধীনে রুশ বাহিনী ওই হামলা চালিয়েছে বলে বিশ্বাস করার ‘যুক্তিসঙ্গত ভিত্তি’ আছে। সে কারণে তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
তবে আইসিসিকে এখনও স্বীকৃতি দেয়নি রাশিয়া। এর মানে আইসিসির এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার ফলে বিচারের মুখোমুখি করতে এসব ব্যক্তিকে কখনও প্রত্যর্পণ করার সম্ভাবনা খুবই ক্ষীণ।
এর আগে গত বছরের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন এবং রাশিয়ার শিশু বিষয়ক কমিশনার মারিয়া লভোভাবেলোভারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।