রাশিয়ার পাঁচ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে আমেরিকা। ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধ ও বিরোধী নেতা নাভালনির মৃত্যুর প্রেক্ষাপটে এ নিষেধাজ্ঞা দেয়া হলো বলে এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এছাড়াও রাশিয়াকে যুদ্ধে সহায়তা করছে এমন অভিযোগে আরো একশ’রও বেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন বাইডেন। এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার সাথে লেনদেনকারী ভারত, চীন, সৌদি আরব, উত্তর কোরিয়া ও ইরানের ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে। নাভালনিকে কারাদণ্ড দেয়ার সাথে যারা যুক্ত ছিলেন তারা নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।
রাশিয়ার হামলা প্রতিহত করতে ইউক্রেনের আরও অস্ত্র প্রয়োজন উল্লেখ করে বাইডেন ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা দিতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানান।
ইউক্রেনে সামরিক অভিযানের দুই বছর পূর্তির আগে আগে রাশিয়ার পাঁচ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এমন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র।