ইউক্রেনে আগ্রাসন চালানোর প্রায় দুই মাসের মাথায় রাশিয়া নতুন পরমাণু বোমা বহনকারী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। পশ্চিমের বিশ্লেষকরা একে ‘পেশীশক্তির প্রদর্শন’ হিসেবে আখ্যা দিয়েছেন। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই ক্ষেপণাস্ত্র মস্কোর শত্রুদের থমকে দেবে এবং রাশিয়ার বিরুদ্ধে কোনো উদ্যোগ নেওয়ার আগে শত্রুদের দ্বিতীয়বার চিন্তা করতে বাধ্য করবে।

দীর্ঘদিন ধরে ‘সারমাত ক্ষেপণাস্ত্র’র উন্নয়ন কর্মসূচি চলছে। তাই এই পরীক্ষা পশ্চিমকে বিস্মিত করেনি। তবে এমন সময় এই পরীক্ষা করা হলো, যখন সেই অঞ্চলে চরম ভূ-রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে।

প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘নতুন ও জটিল এই ক্ষেপণাস্ত্রের রয়েছে সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত ও কারিগরি বৈশিষ্ট্য এবং এটি সব ধরনের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থাকে পরাস্ত করতে সক্ষম। এই মুহূর্তে সারা পৃথিবীতে এর সমতুল্য কিছু (কোনো ক্ষেপণাস্ত্র) নেই এবং দীর্ঘ দিন পর্যন্ত থাকবেও না।’

‘প্রকৃতপক্ষে অনন্য এ অস্ত্র আমাদের সশস্ত্র বাহিনীর যুদ্ধের সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। বিশ্বস্ততার সঙ্গে বাহ্যিক হুমকি থেকে রাশিয়াকে সুরক্ষিত করবে এবং যারা ক্ষণিকের উন্মত্ততায় আমাদের দেশকে হুমকি দেওয়ার চেষ্টা করবে, তাদেরকে চিন্তা করতে বাধ্য করবে,’ যোগ করেন ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার নতুন ভূমিভিত্তিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্তর ও দক্ষিণ মেরু এবং অন্যান্য ট্রাজেক্টোরির উপর দিয়ে উড়তে সক্ষম বলে জানিয়েছেন দেশটির ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল সের্গেই কারাকায়েভ। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (সারমাটকে) আটকানো খুবই কঠিন, তার কারণ হিসেবে সের্গেই কারাকায়েভ জানিয়েছেন, এটি হালকা ওজনের কঠিন রকেট, যা মোটরসহ ক্ষেপণাস্ত্রের মতো দ্রুত গতিতে চলে। সরমাট ক্ষেপণাস্ত্রটি কমপক্ষে ৫০ বছর ধরে কাজ করবে বলেও জানান তিনি।

জেনারেল সের্গেই আরো বলেন, সারমাট ক্ষেপণাস্ত্র আটকানোর উপায় বের করতে আগামী কয়েক দশক সময় লাগবে। এদিকে ২০২২ সালজুড়েই রাশিয়ার নতুন সারমাট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছেন দেশটির রাষ্ট্র-চালিত মহাকাশ সংস্থা রোসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন।

তিনি এর আগে বলেছিলেন, রাশিয়ার সামরিক বাহিনী ২০২২ সালের শরৎকালে পরীক্ষা সফলভাবে সমাপ্ত হওয়ার পর সারমাট ক্ষেপণাস্ত্র প্রাপ্তি শুরু করবে। তিনি আরও বলেছেন, রাশিয়ান সেনাবাহিনীর প্রয়োজনে মোট ৪৬টি সারমাট ক্ষেপণাস্ত্র তৈরি করবে তার দেশ।

উল্লেখ্য, রাশিয়ান সামরিক বাহিনী গত ২০শে এপ্রিল একটি সারমাট ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা চালায়।