রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনার উপায় খোঁজার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে তা মোকাবেলার চেষ্টা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়, এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ছয়টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ এর নির্বাহী কমিটি একনেকের নিয়মিত সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় আশুগঞ্জ অভ্যন্তরীণ কন্টেইনার নদী বন্দর স্থাপন, বিসিক মুদ্রণ শিল্প নগরী প্রকল্পসহ ২ হাজার ৫০৪ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ছয়টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
এসময় প্রধানমন্ত্রী বলেন, তেলের দাম বেড়ে যাওয়ায় নিত্যপণ্যের দাম বেড়ে গেছে, এতে দেশের সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। মানুষের কষ্ট সহনীয় পর্যায়ে নিয়ে আসার বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
বিশ্বের অনেক দেশই রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল ক্রয় করছে। তাদের কাছ থেকে বাংলাদেশ তেল কিনতে পারবে কিনা তা যাচাই করে দেখার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। সভা শেষে প্রধানমন্ত্রীর এসব নির্দেশনার কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
নিজেদের উৎপাদন বাড়িয়ে খাদ্যে সংয়সম্পূর্ণতা অর্জনের বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন বলে জানান জানান পরিকল্পনামন্ত্রী।