অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একটি গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যে-ই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনোপ্রকার ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে, সম্প্রদায় বিবেচনায় নয়, রাষ্ট্রের বিবেচনায় আইনশৃঙ্খলাবাহিনী ব্যবস্থা গ্রহণ করবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুরের পীরগাছায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন।

তিনি বলেন, “গতকাল (সোমবার) একটি গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যে–ই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এটা সম্প্রদায় বিবেচনায় নয়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যবস্থা গ্রহণ করবে।”

উপদেষ্টা বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার ওপর যদি কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটে, সে ক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে। বাংলাদেশের কোনো সম্প্রদায়কে শুধু সাম্প্রদায়িক পরিচয়ের কারণে বঞ্চিত বা নিগ্রহের শিকার যাতে হতে না হয়, সেটা নিশ্চিত করতে হবে।”

আরেক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, “গতকাল আপনারা দেখেছেন কীভাবে প্রান্তিক জায়গা থেকে এক হাজার করে টাকা নিয়ে ঋণ দেওয়ার স্বপ্ন দেখিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে সেই পরিকল্পনাকে নস্যাৎ করা হয়েছে। এ ধরনের আর কোনো ষড়যন্ত্র করা হলে ভবিষ্যতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যারা এই ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল, সেই অহিংস বাংলাদেশের আহ্বায়ককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের অপসারণে সরকারের কোনো উদ্যোগ আছে কি না—জানতে চাইলে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, “যতক্ষণ পর্যন্ত বিকল্প তৈরি না হয়, ততক্ষণ পর্যন্ত তাদের রাখা হবে। ইউনিয়ন পরিষদগুলোয় বিভিন্ন ধরনের নাগরিক সেবা দেওয়ার প্রয়োজন হয়, সে জন্য এই কাঠামোগুলো রয়েছে। আমরা অতি দ্রুত বিকল্প ব্যবস্থা তৈরির মাধ্যমে ইউনিয়ন পরিষদের বিষয়ের সিদ্ধান্ত নেব।”

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পীরগাছায় পৌঁঝান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর পীরগাছার পাওটানাহাট কলেজ মাঠে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠান শেষে তিনি পানিয়ালে তিস্তা নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানানো এলাকা পরিদর্শন করেন। বিকেলে কাউনিয়া উপজেলার অসহায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করার কথা রয়েছে তার।