রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বঙ্গভবন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ সময় ফার্স্ট লেডি বেগম রাশিদা খানম, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, নবনির্বাচিত রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন, তার সহধর্মিনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার সহধর্মিনী রাশিদা খানম।
রাষ্ট্রপতি আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান। এ সময় তারা পরস্পর কুশল বিনিময় করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ আগামী ২৩শে এপ্রিল তাঁর মেয়াদ পূর্ণ করবেন। এরপর মোহাম্মদ সাহাবুদ্দিন হতে যাচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপ্রধান।
গেল রোববার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হবার পর গত সোমবার যাছাই বাছাই শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায়য় মোহাম্মদ সাহাবুদ্দিনকে নির্বাচিত রাষ্ট্রপতি ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই দিন বিকেলেই এ সংক্রান্ত গেজেট জারি করা হয়।