রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব দিয়েছেন সংসদীয় দলের সদস্যরা। আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তাঁকে এ দায়িত্ব দেয়া হয়। এ সময় দলের সংসদ সদস্যদেরকে নির্বাচনমুখী কাজ ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ারও আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সাংবাদিকদের বিস্তারিত জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে মঙ্গলবার (৭ই জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের সভানেত্রী ও সংসদীয় দলের নেতা শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সংসদীয় দলের সভা।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে দলের সাধারণ সম্পাদক জানান, সভায় আগামী ১৯শে ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার জন্য শেখ হাসিনার নাম প্রস্তাব করেন ওবায়দুল কাদের ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ ও নির্বাচনমুখী কর্মসূচীতে এক হয়ে কাজ করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে সংসদ নেতা শেখ হাসিনা। তিনি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধেও ঐক্যবদ্ধ প্রতিবাদের আহ্বান জানান।