রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) নিয়োগ চুক্তি বাতিল করা হয়েছে।বৃহস্পতিবার (১৯শে সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ছয় ব্যাংকের চেয়ারম্যান বরাবর এ চিঠি পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

অপসারণ করা ব্যাংক এমডিরা হলেন- সোনালী ব্যাংকের এমডি মো. আফজাল করিম, জনতা ব্যাংকের এমডি মো. আবদুল জব্বার, অগ্রণী ব্যাংকের এমডি মো. মুরশেদুল কবীর, রূপালী ব্যাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর, বেসিক ব্যাংকের এমডি মো. আনিসুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি মো. হাবিবুর রহমান গাজী। ছয়টি ব্যাংকের চেয়ারম্যানকে চিঠি দিয়ে এমডির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয়েছে।

সোনালী ব্যাংকের এমডি পদে রয়েছেন মো. আফজাল করিম। ২০২২ সালের ১৪ আগস্ট তাকে এ পদে নিয়োগ দিয়েছিল সরকার। জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে রয়েছেন মো. আব্দুল জব্বার। ২০২৩ সালের ১৩ এপ্রিল তিনি এ পদে নিয়োগ পান। অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও পদে রয়েছেন মো. মুরশেদুল কবীর। ২০২২ সালের ১৪ আগস্ট তাকে এ পদে নিয়োগ দিয়েছিল সরকার। রূপালী ব্যাংকের এমডি ও সিইও পদে রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর। তাকেও ২০২২ সালের ১৪ আগস্ট এ পদে নিয়োগ দিয়েছিল সরকার। বেসিক ব্যাংকের এমডি ও সিইও পদে রয়েছেন মো. আনিসুর রহমান। ২০২১ সালের ১ এপ্রিল তিনি এ পদে নিয়োগ পান। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি ও সিইও পদে রয়েছেন হাবিবুর রহমান গাজী। ২০২২ সালের ২৭ নভেম্বর তাকে এ পদে নিয়োগ দেয় সরকার। সে হিসাবে ২০২৫ সালের ২৭ নভেম্বর পর্যন্ত তার নিয়োগের মেয়াদ ছিল।