মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি ও তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ার নাগরিক শন টারনেলকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটিার এক আদালতে। এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৯শে সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ওই সূত্র এএফপিকে জানান, সু চি ও অস্ট্রেলিয়ান নাগরিক সিন টার্নেলকে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলার তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০২১ সালের পহেরা ফেব্র“য়ারি মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে জান্তা সরকার। বন্দি করা হয় দেশটির নেত্রী অং সান সু চিসহ তার দলের শীর্ষ নেতাদের। এরপর শান্তিতে নোবেলজয়ী এ নেত্রীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে সামরিক সরকার মামলা দায়ের করে।
দুর্নীতি, নির্বাচনী আইন ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের লঙ্ঘনসহ সু চির বিরুদ্ধে কমপক্ষে ১৮ টি অপরাধের অভিযোগ আনা হয়েছে, যা দোষী প্রমাণিত হলে সু চির প্রায় ১৯০ বছর কারাদণ্ড হতে পারে।