রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীল (৫৫) মারা গেছেন। আজ সোমবার (২৫শে সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে গত সোমবার (১৮ সেপ্টেম্বর) ওই এলাকায় ফিল্মি স্টাইলে এলোপাতাড়ি গুলি ও কোপানোর ঘটনায় পথচারীসহ তিনজন আহত হন। আহতদের একজন শীর্ষ সন্ত্রাসী মামুন (৫৪)। বাকি দু’জন পথচারী ভুবন চন্দ্র ও আরিফুল হক ইমন (৩০)।

এ সময় পুলিশ ধারণা করে, শীর্ষ সন্ত্রাসী মামুনকে উদ্দেশ করেই এই হামলা চালানো হয়েছিল। যার শিকার হয়েছেন বাকি দু’জন। আর এই ঘটনার পেছনে অপর শীর্ষ সন্ত্রাসী ইমনের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইমন ও গুলিবিদ্ধ মামুন দু’জনই চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি। ওই মামলায় ২০ বছর জেলে থেকে তিন মাস আগে জামিনে বের হন মামুন। আর ইমন এখনো জেলেই রয়েছেন। তবে জেলের ভেতর থেকে ইমন মামুকে হুমকি দিয়েছিল। যার কারণে মামুন বের হতেই বাইরে থাকা ইমনের সহযোগীরা এই হামলা চালাতে পারে।