কাতার বিশ্বকাপের পর্দা নেমেছে ১৮ ডিসেম্বরের ফাইনাল দিয়ে। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে আর্জেন্টিনা। বিশ্বকাপে মোট গোল হয়েছে ১৭২টি। যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড। ১৭২টি গোলের মধ্যে টুর্নামেন্টের সেরা গোল বাছাই করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কাতার বিশ্বকাপে সাধারণ মানুষের ভোটাভুটির মাধ্যমে রিচার্লিসনের গোলটি ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ হিসেবে নির্বাচিত হয়েছে বলে জানিয়েছে ফিফা।
ব্রাজিলে ম্যাচের ৭৩তম মিনিটে বাঁ প্রান্ত থেকে ভিনিসিয়ুসের পাসে রিসিভ করে বলটা মাথার ওপর তোলেন রিচার্লিসন। এরপর তাৎক্ষনিকভাবে শরীর ঘুরিয়ে ডান পায়ে বাইসাইকেল কিক নেন রিচার্লিসন। বলটা বাঁ পোস্ট ঘেঁষে ঢুকে সার্বিয়ার জালে। তখন ধারাভাষ্যকারের মুখে একটাই কথা, টুর্নামেন্টের সেরা গোলের তালিকায় থাকতে চলেছে টটেনহাম তারকার এই গোলটি।
ফিফা কাতার বিশ্বকাপে মোট ১০টি গোল বাছাই করে ভক্তদের কাছে ভোট চাওয়া হয়। ভোটাভুটি শেষে হলে ফিফা টুইট করে জানায়, সার্বিয়ার বিপক্ষে রিচার্লিসনের গোলটাই সেরা। বাছাই করা গোলগুলোর মধ্যে রয়েছে পোল্যান্ডের বিপক্ষে এমবাপ্পের গোলটিও। এর মধ্যে, ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমারের গোল এবং মেক্সিকোর বিপক্ষে এনজো ফার্নান্দেজের গোলও ছিল।