প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশবাসীর জীবন-মান উন্নয়ন করাই তার সরকারের লক্ষ্য। তিনি বলেন, দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালে গৃহহারাদের ঘর নির্মাণ করে দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সমাজের ছিন্নমুল, দরিদ্র ও জলবায়ুর কষাঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের স্থায়ী ঠিকানা করে দিতে দেশের আরও ৭০টি উপজেলার ১৮ হাজার ৫৬৬টি পরিবারকে জমিসহ আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়া হয়েছে। গণভবন থেকে ভিডিওকনফারেন্সে যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় লালমনিরহাটের কালীগঞ্জ, ভোলার চরফ্যাশন ও কক্সবাজারের ঈদগাঁওয়ের গৃহহীন মানুষের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর সরকারি খাস জমি ভূমিহীনদের মাঝে বিতরণ শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু পরবর্তি সরকার এই কাজ বন্ধ করে দেয়। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পরের বছর তিনি এই কাজ আবার শুরু করেন বলে জানান প্রধানমন্ত্রী। সেই ধারাবাহিকতায় এ পর্যন্ত দেশের ৪৬৪ উপজেলার মানুষ নিজেদের ঠিকানা পেয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের ওপর বিশ্বাস রেখেছে, তার প্রতিদান দেয়া এখন সরকারের দায়িত্ব।
প্রাকৃতিক বিপর্যয়সহ যে কোনো দুর্বিপাকে সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে বলেও জানান প্রধানমন্ত্রী।
২ কাঠা জমিসহ আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া পরিবারগুলোকে নিজেদের বাড়িঘর ভালোভাবে দেখে রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।