রিয়াল সোসিয়াদেদের কাছে হেরে লা লিগার শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। মঙ্গলবার (দোসরা মে) রিয়েলি অ্যারেনায় ২-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
লা লিগার শিরোপা ধরে রাখার স্বপ্ন আগেই ফিকে হয়ে গিয়েছিল রিয়ালের। তবে কাগজে-কলমে কিছুটা সুযোগ তাদের হাতে ছিল। সেজন্য গতকালের ম্যাচটি জিততেই হতো রিয়ালের। তবে এমন ম্যাচে করিম বেনজেমা, ভিনিসিয়ুস জুনিয়র, এদুয়ার্দো কামাভিঙ্গা, লুকা মদরিচ, ডেভিড আলাবা ও ফারল্যান্ড মেন্ডিরা খেলতে পারেননি।
শুরুর একাদশের এতগুলো নিয়মিত মুখ ছাড়া খেলতে নেমে সুবিধা করতে পারেনি রিয়াল। প্রথমার্ধে গোলশূন্য ড্রয়ের পর বিরতির পর মাঠে নেমেই পিছিয়ে পড়ে। ৪৭ মিনিটে প্রথম গোলটি হয় এদার মিলিতাওয়ের ভুলে। নিজেদের রক্ষণে আলেক্সান্ডার সরলথের চাপে পড়ে বল পেছন দিকে গোলরক্ষকের কাছে পাস দেন মিলিতাও। তবে কোর্তোয়া বল নিয়ন্ত্রণে নেওয়ার আগেই তাকেফুসা কুবো ছুটে এসে সহজেই বল জালে জড়িয়ে সোসিয়েদাদকে এগিয়ে দেন।
পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে উঠা রিয়াল দ্বিতীয় ধাক্কাটি খায় ৬১ মিনিটের সময়। দুটি হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়তে হয় দানি কারভাহালকে। একজন কম নিয়ে খেলা রিয়াল ম্যাচে আর তেমন সুবিধা করতে পারেনি।
৮৫তম মিনিটে খেয়ে বসে দ্বিতীয় গোল। ব্যবধান বাড়ার আন্দের বারেনসেয়া। শেষ সময়ে কোনো দলই আর গোল করতে পারেনি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।
এখন ৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। এখন বাকি ৫ ম্যাচের মধ্যে একটিতে জয় পেলেই শিরোপা উঠবে বার্সার ঘরে।