স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের বর্তমান মৌসুম একেবারেই ভালো যায় নি। লা লিগা শিরোপা হারানোর পর চ্যাম্পিয়ন্স লীগেও ফাইনালে উঠতে পারেনি কার্লো আনচেলত্তির দল। ক্লাবটি যখন শিরোপাহীন ঠিক তখনই আরেক দুঃসংবাদ পেল মাদ্রিদ ভক্তরা। রিয়াল মাদ্রিদ ছাড়লেন ফরাসি তারকা করিম বেনজেমা। দীর্ঘ ১৪ বছরের সম্পর্কের ইতি টানলেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। এক বিবৃতি দিয়ে রিয়াল মাদ্রিদ বিষয়টি নিশ্চিত করেছে।
চলতি জুনে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বেনজেমার। মৌসুম চলাকালীন রিয়ালে তার আরও এক মৌসুম খেলার সম্ভাবনা জোরালো ছিল। কিন্তু চুক্তি নবায়ন করছেন না তিনি। ফ্রি এজেন্টে ছাড়ছেন ক্লাব। আগামী সপ্তাহের মঙ্গলবারে আনুষ্ঠানিকভাবে বিদায় নিবেন এই ফরাসি তারকা। বিদায়কালে রিয়াল মাদ্রিদের সবচেয়ে সফল তারকা হিসেবেই লস ব্লাঙ্কোস শিবির ছাড়বেন তিনি।
সংবাদ মাধ্যম জানিয়েছে, সৌদি আরবের প্রো লিগ চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ তাকে দুই মৌসুমের জন্য ৪০০ মিলিয়ন ইউরো বেতনে চুক্তির প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন ফ্রান্স জাতীয় দলকে আগেই বিদায় বলা ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার।
ইএসপিএন এফসি তথ্য অনুসারে, রিয়ালের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি রেকর্ড ভেঙেছেন বহু কিংবদন্তী তারকার। বার্নাব্যুতে পুসকাসের চেয়ে বেশি গোল, রিয়ালের সাবেক কোচ জিদান যে একটা সময় এই ক্লাবের জার্সিতে মাতিয়ে গেছেন তার রেকর্ড করা সর্বোচ্চ অ্যাসিস্ট ভেঙে নিজের পাশে করেছেন ফরাসি তারকা। এছাড়া রিয়াল জার্সিতে মেজর ট্রফি জয়ের হিসেবে ছাড়িয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে, তার নামের পাশে এখন বার্নাব্যুতে বেশি শিরোপা উচিয়ে ধরার রেকর্ড।
৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার সান্তিয়াগো বার্নাব্যুতে ছিলেন রাজা হয়ে, রিয়ালের ১৪ বছর ক্যারিয়ারে জিতেছেন ২৫টি বড় শিরোপা। যেখানে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ এবং চারটি লা লিগা শিরোপা জিতেছেন। এছাড়াও তার শিরোপাগুলির মধ্যে রয়েছে পাঁচটি ক্লাব বিশ্বকাপ এবং তিনটি কোপা দেল রে জয়। এছাড়া বেনজেমা, যিনি রিয়ালের হয়ে ৬৪৭ টি ম্যাচ খেলেছেন এবং মাদ্রিদের সর্বোচ্চ ৩৫৩ গোলের রেকর্ডে আছেন দ্বিতীয় স্থানে-যেখানে পর্তুগিজ তারকা রোনালদো শীর্ষে।
২০০৯ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখানোর পর ১৪টি মৌসুম পার করেছেন সান্তিয়াগো বার্নাব্যুতে। স্বপ্নের মতো মৌসুম কাটিয়ে ২০২২ সালেই জিতেছেন ব্যালন ডি অর। বিশ্বকাপের আগে চোট ছিটকে দেয় ফ্রান্স স্কোয়াড থেকে। তবে তার দুর্দান্ত ফর্ম থেমে থাকেনি। রিয়াল মাদ্রিদের হয়ে আরেকটি দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন করিম বেনজেমা।
গত বছরের ব্যালন ডি’অর জয়ী বেনজেমা এ বছর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩০টি গোল করেছেন। দলকে জিতিয়েছেন কোপা ডেল রে শিরোপাও। যদিও অধিকাংশ সময় চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। তবে সব নিয়ে রিয়েলের সাথে সম্পর্ক ইতি টানলেন এই ফরাসি স্ট্রাইকার।