ফেবà§à¦°à§à§Ÿà¦¾à¦°à¦¿ থেকে মারà§à¦šà§‡à¦° মাà¦à¦¾à¦®à¦¾à¦à¦¿ পরà§à¦¯à¦¨à§à¦¤ যেন রীতিমতো মধà§à¦šà¦¨à§à¦¦à§à¦°à¦¿à¦®à¦¾à¦‡ কাটছিল জাà¦à¦¿ হারà§à¦¨à¦¾à¦¨à§à¦¦à§‡à¦œà§‡à¦° বারà§à¦¸à§‡à¦²à§‹à¦¨à¦¾à¦°à¥¤ অà§à¦¯à¦¾à¦Ÿà¦²à§‡à¦Ÿà¦¿à¦•à§‹ মাদà§à¦°à¦¿à¦¦ থেকে রিয়াল মাদà§à¦°à¦¿à¦¦, বারà§à¦¸à¦¾ যেন পà§à¦°à¦¤à¦¿à¦ªà¦•à§à¦·à§‡à¦° জালে চার গোল জড়ানোর পণ নিয়েই নামতো সে সময়টায়।
à¦à¦°à¦ªà¦°à¦‡ à¦à¦²à§‹ আনà§à¦¤à¦°à§à¦œà¦¾à¦¤à¦¿à¦• ফà§à¦Ÿà¦¬à¦²à§‡à¦° উইনà§à¦¡à§‹, তা থেকে ফিরে ঘটল বারà§à¦¸à¦¾à¦° ছনà§à¦¦à¦ªà¦¤à¦¨à¥¤ নিজ মাঠে হারল টানা দà§à¦‡ মà§à¦¯à¦¾à¦šà§‡, যার পà§à¦°à¦¥à¦®à¦Ÿà¦¾ ইউরোপা লিগ থেকে বিদায়ঘণà§à¦Ÿà¦¾ বাজিয়েছে দলটার, আর দà§à¦¬à¦¿à¦¤à§€à§Ÿà¦Ÿà¦¾ ‘শেষ’ করেছে লিগের আশা। নিজেদের মাঠে জেতা à¦à§à¦²à§‡ যাওয়া বারà§à¦¸à¦¾ অবশেষে জয়ের দেখা পেয়েছে। রিয়াল সোসিয়েদাদের মাঠথেকে ফিরেছে ১-০ গোলের কষà§à¦Ÿà¦¾à¦°à§à¦œà¦¿à¦¤ জয় নিয়ে।
আগের মà§à¦¯à¦¾à¦šà§‡ কাদিজের বিপকà§à¦·à§‡ হারটা বারà§à¦¸à§‡à¦²à§‹à¦¨à¦¾à¦° শিরোপা-সà§à¦¬à¦ªà§à¦¨ তো শেষ করেছেই, শীরà§à¦· চারে থেকে মৌসà§à¦® শেষ করার সমà§à¦à¦¾à¦¬à¦¨à¦¾à¦•à§‡à¦“ দিয়েছে খানিকটা চোখরাঙানি। শীরà§à¦· চারের লড়াইয়ে থাকা বাকি দলগà§à¦²à§‹à¦° সঙà§à¦—ে যে পয়েনà§à¦Ÿà§‡à¦° বà§à¦¯à¦¬à¦§à¦¾à¦¨à¦Ÿà¦¾ খà§à¦¬ বেশি নয়!
আগের রাতে অà§à¦¯à¦¾à¦Ÿà¦²à§‡à¦Ÿà¦¿à¦•à§‹ মাদà§à¦°à¦¿à¦¦à§‡à¦° গোলশূনà§à¦¯ ডà§à¦°à§Ÿà§‡ বারà§à¦¸à¦¾à¦° সà§à¦¬à¦¿à¦§à¦¾à¦‡ হয়ে গিয়েছিল খানিকটা। তবে বৃহসà§à¦ªà¦¤à¦¿à¦¬à¦¾à¦° রাতের শà§à¦°à§à¦° মà§à¦¯à¦¾à¦šà§‡ সেà¦à¦¿à§Ÿà¦¾à¦° জয়ে বারà§à¦¸à¦¾ চলে গিয়েছিল পয়েনà§à¦Ÿ তালিকার চারে। দà§à¦‡à§Ÿà§‡ ফিরে আসতে হলে জয় ছাড়া উপায় খোলা ছিল না জাà¦à¦¿à¦° দলের সামনে। হেরে বা ডà§à¦° করে বসলে পà§à¦°à¦¤à¦¿à¦ªà¦•à§à¦· সোসিয়েদাদও চলে আসতো ২ কিংবা ৫ পয়েনà§à¦Ÿà§‡à¦° দূরতà§à¦¬à§‡à¥¤ যা নিশà§à¦šà¦¿à¦¤à¦à¦¾à¦¬à§‡à¦‡ খানিকটা চাপে ফেলে দিত দলকে।
à¦à¦®à¦¨ সমীকরণকে সামনে রেখে বà§à¦²à¦¾à¦‰à¦—à§à¦°à¦¾à¦¨à¦¾à¦°à¦¾ গিয়েছিল সোসিয়েদাদের মাঠঅà§à¦¯à¦¾à¦¨à§‹à§Ÿà§‡à¦¤à¦¾à§Ÿà¥¤ সেই মà§à¦¯à¦¾à¦š থেকে ১-০ গোলের জয়ও বের করে à¦à¦¨à§‡à¦›à§‡ দলটি। তবে তা যে মোটেও সহজà¦à¦¾à¦¬à§‡ আসেনি, তা অনà§à¦¤à¦¤ সà§à¦•à§‹à¦°à¦²à¦¾à¦‡à¦¨ দেখেই আà¦à¦š করা যায়।
ফেবà§à¦°à§à§Ÿà¦¾à¦°à¦¿-মারà§à¦šà§‡à¦° সেই দà§à¦°à§à¦§à¦°à§à¦· বারà§à¦¸à§‡à¦²à§‹à¦¨à¦¾ হারিয়ে খà§à¦à¦œà¦›à§‡ নিজেদের। খà§à¦à¦œà¦² à¦à¦‡ মà§à¦¯à¦¾à¦šà§‡à¦“। পà§à¦°à§‹ মà§à¦¯à¦¾à¦šà§‡ গোলমà§à¦–ে শট মোটে à¦à¦•à¦Ÿà¦¾à¥¤ জাà¦à¦¿ যে ‘à¦à¦¾à¦²à§‹ ফà§à¦Ÿà¦¬à¦²à§‡à¦°â€™ কথা বলেছিলেন সপà§à¦¤à¦¾à¦¹ দেড়েক আগে, সেই à¦à¦¾à¦²à§‹ ফà§à¦Ÿà¦¬à¦²à¦“ দল খেলতে পারল কই? ৪৪ শতাংশ সময় বল দখলে রাখতে পেরেছে দলটি।
শà§à¦°à§à¦Ÿà¦¾ অবশà§à¦¯ à¦à¦¾à¦²à§‹à¦‡ হয়েছিল, বলের দখলে ছিল সফরকারীদেরই আধিপতà§à¦¯à¥¤ তারই হাত ধরে ১১তম মিনিটে à¦à¦²à§‹ à¦à¦•à¦®à¦¾à¦¤à§à¦° গোলটা। ডান পà§à¦°à¦¾à¦¨à§à¦¤ থেকে উসমান দেমà§à¦¬à§‡à¦²à§‡à¦° শট পà§à¦°à¦¤à¦¿à¦¹à¦¤ হয়েছিল বারপোসà§à¦Ÿà§‡, বকà§à¦¸à§‡à¦° কোণায় বলটা পেয়ে উà¦à¦šà¦¿à§Ÿà§‡ তা ডান পà§à¦°à¦¾à¦¨à§à¦¤à§‡ থাকা ফেররান তরেসকে বাড়ান গাà¦à¦¿, সেখান থেকে তরেসের বà§à¦¦à§à¦§à¦¿à¦¦à§€à¦ªà§à¦¤ লব করা পাসে মাথাটা আলতো ছà§à¦à¦‡à§Ÿà§‡ বল সোসিয়েদাদের জালে জড়ান পিয়েরে à¦à¦®à§‡à¦°à¦¿à¦• অবামেয়াং।
পà§à¦°à¦¥à¦® ৪৫ মিনিটে à¦à¦›à¦¾à§œà¦¾à¦“ বেশ কিছৠসà§à¦¯à§‹à¦— à¦à¦¸à§‡à¦›à¦¿à¦² দলটির সামনে। তবে তরেস, দেমà§à¦¬à§‡à¦²à§‡à¦°à¦¾ সেসব সà§à¦¯à§‹à¦— কাজে লাগাতে পারেননি। ফলে বারà§à¦¸à¦¾ বিরতিতে যায় ১-০ গোলে à¦à¦—িয়ে থেকেই।
বিরতির পর সোসিয়েদাদ মà§à¦¯à¦¾à¦šà§‡ ফিরে à¦à¦¸à§‡à¦›à¦¿à¦² বলের দখল নিয়ে। দারà§à¦£ কিছৠসà§à¦¯à§‹à¦—ও à¦à¦¸à§‡à¦›à¦¿à¦² দলটির সামনে। ৪৮ মিনিটে আলেকà§à¦¸à¦¾à¦¨à§à¦¡à¦¾à¦° সোরলথ অবিশà§à¦¬à¦¾à¦¸à§à¦¯ à¦à¦• মিস করে বসেন। ফলে সমতায় ফেরা হয়নি সোসিয়েদাদের, মিনিট দশেক পর তার দারà§à¦£ à¦à¦• শট ঠেকান মারà§à¦• আনà§à¦¦à§à¦°à§‡ টের সà§à¦Ÿà§‡à¦—েন।
সেই যে বারà§à¦¸à¦¾ গোলরকà§à¦·à¦•à§‡à¦° বà§à¦¯à¦¸à§à¦¤à¦¤à¦¾à¦° শà§à¦°à§, তা শেষ হয়নি শেষ বাà¦à¦¶à¦¿à¦° আগ পরà§à¦¯à¦¨à§à¦¤à¥¤ পà§à¦°à§‹ মà§à¦¯à¦¾à¦šà§‡ ৫ শট ঠেকাতে হয়েছে তাকে। যা তাকে à¦à¦¨à§‡ দিয়েছে মà§à¦¯à¦¾à¦šà¦¸à§‡à¦°à¦¾à¦° পà§à¦°à¦¸à§à¦•à¦¾à¦°à¦“। সোসিয়েদাদ সà§à¦Ÿà§à¦°à¦¾à¦‡à¦•à¦¾à¦° সোরলথ আর আলেকà§à¦¸à¦¾à¦¨à§à¦¦à¦¾à¦° ইসাকও সà§à¦¯à§‹à¦— কম নষà§à¦Ÿ করেননি। যার ফলে লাà¦à¦Ÿà¦¾ হয় বারà§à¦¸à¦¾à¦°à¥¤ ১-০ গোলের জয় নিয়ে মাঠছাড়ে জাà¦à¦¿à¦° দল।
à¦à¦‡ জয়ের ফলে ৩২ মà§à¦¯à¦¾à¦š থেকে ৬৩ পয়েনà§à¦Ÿ নিয়ে তালিকার দà§à¦‡à§Ÿà§‡ উঠে à¦à¦¸à§‡à¦›à§‡ দলটি। à§à§« পয়েনà§à¦Ÿ নিয়ে শীরà§à¦·à§‡ থাকা রিয়ালের শিরোপা জেতার অপেকà§à¦·à¦¾à¦Ÿà¦¾à¦“ বাড়িয়ে দিয়েছে বারà§à¦¸à¦¾à¥¤ শিরোপার জনà§à¦¯ à¦à¦–ন তাই দà§à¦Ÿà§‹ জয় তà§à¦²à§‡ নিতেই হবে রিয়ালকে।