বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেত্রী রুমিন ফারহানার ছেড়ে দেয়া জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী আফরোজা হক। তিনি জাসদের সহসভাপতিও।

নির্বাচন কমিশন আজ (রোববার) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আফরোজা হক জাসদের সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী। তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মনোনীত প্রার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠানের জন্য গত ১৯শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ছিল ২৮শে ফেব্রুয়ারি।

এই সময়ের মধ্যে ১৪ দলীয় জোটের মনোনীত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী আফরোজা হক মনোনয়নপত্র দাখিল করেন। বাছাইয়ে আফরোজা হকের মনোনয়নপত্র বৈধ হয়। তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ই মার্চ। আর ভোটগ্রহণ ২০শে মার্চ।

আবদুল বাতেনের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আফরোজা হক একক প্রার্থী। নির্বাচনী আইন অনুযায়ী, তিনি প্রার্থিতা প্রত্যাহার না করলে ৬ই মার্চ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষিত হবে।