ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক ও খেরসন অঞ্চলে ইউক্রেন বাহিনীর হামলায় ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ। হারানো অঞ্চলগুলো ফিরে পেতেই ইউক্রেন হামলা জোরদার করেছে বলে জানিয়েছেন লুহানস্কের মেয়র।

শনিবার (৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর একই বছরের সেপ্টেম্বর মাসে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে মস্কো।

খেরসনের রুশ কর্তৃপক্ষের প্রধান ভ­াদিমির সালদো জানিয়েছেন, দক্ষিণ খেরসন অঞ্চলের সাদোভ গ্রামের একটি দোকান ধ্বংস হয়ে গেছে। সেখানে বিপুল সংখ্যক দর্শনার্থী এবং কর্মচারীরা অবস্থান করছিলেন। এতে মোট ২২ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। সালদো ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের মাধ্যমে ‘বেসামরিক নাগরিকদের জঘন্য হত্যাকাণ্ডের’ নিন্দা করেছেন।