রাসায়নিক, জৈবিক বা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া, এই আশঙ্কায় ‘মক ড্রিল’ করল হোয়াইট হাউসের ‘টাইগার টিম’।

এই ধরনের অস্ত্র ব্যবহার হলে তাৎক্ষণিকভাবে তা কীভাবে মোকাবিলা করা হবে ও জীবন বাঁচাতে কী করতে হবে সেসব বিষয়ে এই ‘মক ড্রিল’ করে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের এই দল।
মার্কিন পত্রিকা ‘নিউ ইয়র্ক টাইমস’ এর বরাত দিয়ে এই তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি’।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বাইরে মস্কো অন্য প্রতিবেশী অঞ্চলে যুদ্ধের প্রসার ঘটালে সেক্ষেত্রে কী জবাব দেওয়া হবে সে বিষয়েও একটি বিশেষ অনুশীলনের আয়োজন করতে যাচ্ছে এই ‘টাইগার টিম’।

সেই সঙ্গে তারা ইউরোপীয় মিত্রদের সাহায্য করার উপায় নিয়েও আলোচনা করছে। কেননা, ইউক্রেনের লাখ লাখ শরণার্থী গ্রহণের ভীষণ চাপে রয়েছে প্রতিবেশি রাষ্ট্রগুলো।

ওয়াশিংটন পোস্টের তথ্যানুযায়ী, এই তথা-কথিত হোয়াইট হাউজ ‘টাইগার টিম’ গত বছরের অক্টোবরে গঠন করা হয়। সূত্র: বিবিসি, নিউ ইয়র্ক টাইমস