ইউক্রেনে কৌশলগত এবং ছোট আকারের পারমাণবিক অস্ত্র ব্যবহারের রুশ হুমকিকে হালকাভাবে নেওয়া যায় না বলে জানিয়েছেন আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান। বৃহস্পতিবার সংস্থাটির পরিচালক উইলিয়াম বার্নস বলেন, তবে ওই হুমকিকে শক্তিশালী করার মতো যথেষ্ট বাস্তব প্রমাণ সিআইএ দেখতে পাচ্ছে না।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এবারই প্রথমবারের মতো কোনও আমেরিকান কর্মকর্তা পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকির উদ্বেগের কথা স্বীকার করলেন।

এর আগে বৃহস্পতিবার রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি মেদভেদেভ ন্যাটো জোটকে সতর্ক করেন। তিনি বলেন, সুইডেন ও ফিনল্যান্ড যদি পশ্চিমা সামরিক জোটটিতে যোগ দেয় তাহলে মস্কো কালিনিনগ্রাদে পারমাণবিক অস্ত্র এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। ইউরোপের মধ্যাঞ্চলে রুশ এলাকা কালিনিনগ্রাদ।

সিআইএ প্রধান উইলিয়াম বার্নস বলেছেন, ইউক্রেনের উত্তরাঞ্চল এবং কিয়েভ দখলে ব্যর্থ হয়ে প্রেসিডেন্ট পুতিন হতাশায় মরিয়া হয়ে উঠতে পারেন। তিনি বলেন, ‘এই কারণে কৌশলগত পারমাণবিক অস্ত্র কিংবা কম-মাত্রার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি আমরা কেউই হালকাভাবে নিতে পারি না।’

ক্রেমলিন পারমাণবিক অস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার কথা বললেও বার্নস বলেন, ‘আমরা এসব মোতায়েনের কিংবা সেই উদ্বেগ জোরালো করার মতো সামরিক নড়াচড়ার যথেষ্ট বাস্তব প্রমাণ দেখতে পাচ্ছি না।’

সূত্র: রয়টার্স