পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও দলটির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বকেয়া ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা কর পরিশোধ করায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

সোমবার (চৌঠা ডিসেম্বর) সকালে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এর আগে রোববার মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন তার মনোনয়নপত্র স্থগিত করা হয়। এখন পটুয়াখালী-১ (সদর, দুমকি, মির্জাগঞ্জ) আসন থেকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় আর বাধা রইল না তার।

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঋণখেলাপির দায়ে রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল হয়। তবে দশম সংসদ নির্বাচনে তিনি পটুয়াখালী-১ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।

এছাড়া রোববার মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে পটুয়াখালীর চার আসনে নয়জন প্রার্থী বৈধ, চারজনের মনোনয়নপত্র বাতিল এবং ১৫ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত ঘোষণা করেছিল জেলা রিটার্নিং কর্মকর্তা।

সোমবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে বৈধ-অবৈধ-স্থগিত মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করা হবে।