মুশফিকুর রহিমের বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। আইরিশদের সামনে তাই লক্ষ্য ছিল ৩৫০ রানের। শক্তিমত্তা বিবেচনায় যা বলতে গেলে প্রায় অসম্ভবই হতো সফরকারীদের জন্য।তবে আইরিশদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে বৃষ্টি। বাংলাদেশ ইনিংস শেষ হওয়ার পর মুষলধারে যে বৃষ্টি শুরু হয়েছিল, সেটি না থামায় অবশেষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর বৃষ্টির কারণে ব্যাটে নামতে পারেনি আয়ারল্যান্ড।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ধীর হলেও ভালোই করে বাংলাদেশ। দুই ওপেনার পাওয়ার প্লেতে তোলেন ৪২ রান। তবে পাওয়ার প্লে’র শেষ বলে ওপেনার তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। ৩১ বল খেলে ২৩ রানে রানআউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তার বিদায়ের পর জুটি গড়েন নাজমুল শান্ত ও লিটন দাস।

এই দু’জন মিলে বাংলাদেশকে এনে দেন বড় রানের ভিত। শুরুর ধকল সামলিয়ে মিডল ওভারে তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে শতক পূর্ণ করে বাংলাদেশ। তবে দলীয় ১৪৩ রানের মাথায় লিটন নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন। তার আগে করেন ৭১ বলে ৭০ রান। কার্টিস ক্যাম্ফারের শিকার হন তিনি।

এরপর চারে আসা সাকিবকে নিয়ে জুটি গড়েন শান্ত। তবে সেই জুটি বেশিদূর এগোয়নি। আগের ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব ১৯ বলে ১৭ রান করে হুমের শিকার হন। সাকিবের বিদায়ের পর দ্রুত সাজঘরে ফেরেন সেঞ্চুরির পথে থাকা শান্তও। ৭৭ বলে এই ব্যাটার করেন ৭৩ রান।

No description available.

এরপর জুটি গড়েন মুশফিকুর রহিম ও তৌহিদ হৃদয়। পঞ্চম উইকেট জুটিতে এই দুজন রীতিমতো তাণ্ডব চালান আইরিশ বোলারদের ওপর। মাত্র ৭৮ বল খেলে এই দুজন গড়েন ১২৮ রানের অনবদ্য এক জুটি।

৪৭তম ওভারের দ্বিতীয় বলে তৌহিদ হৃদয় আউট হলে ভাঙে জুটি। প্রথম ম্যাচে সেঞ্চুরি বঞ্চিত হৃদয় আজ এক রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হন। তবে হৃদয় ফিরলেও ঝড় অব্যাহত রাখেন মুশফিক। মাত্র ৬০ বলে সেঞ্চুরি পূরণ করে দলকে এনে দেন রেকর্ড সংগ্রহ। আয়ারল্যান্ডের গ্রাহাম হুমে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন।

বাংলাদেশের ইনিংসের ঠিক পরই বৃষ্টি শুরু হলে কাভারে ঢাকা হয় উইকেট। এরপর থেকে বৃষ্টি আর থামেনি। সাড়ে নয়টা অবধি কাট অফ টাইম থাকলেও এক ঘণ্টা আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে।