আধুনিক ও সময় উপযোগী করতে রেলকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। এজন্য রেল লাইনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দক্ষ জনবল নিয়োগ, নতুন সংযোগ স্থাপন এবং যোগাযোগ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করতে বলেছেন তারা। মঙ্গলবার (২১শে জুন) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এসব পরামর্শ উঠে আসে।

এসময় রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, রেলের আধুনিকায়নে অংশীজনদের পরামর্শ নেয়ার পাশাপাশি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে রেলকে যাত্রীবান্ধব করে তোলা হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীতে রেলকে এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথাও জানান মন্ত্রী।