রমজানের শুরুতে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। মার্চ মাসের প্রথম ২৪ দিনে ১৬০ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে এসেছে। আজ (সোমবার) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এতথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি মাসের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৭৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৯ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ডলার এসেছে। এসময়ে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সর্বোচ্চ ১৩৬ কোটি ১৫ লাখ ৪০ হাজার ডলার এসেছে। এছাড়া, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৫৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলার। এ মাসে রেমিট্যান্স প্রবাহ ২ বিলিয়ন ডলার ছাড়াবে বলে আশা করা হচ্ছে। সে হিসেবে এ মাসে রেমিট্যন্স প্রবাহ ২০ শতাংশের ওপর বৃদ্ধি পাবে।

অর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সরকারের নানা উদ্যোগ প্রভাব ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংক রেমিট্যান্স পাঠাতে প্রণোদনা দেওয়ায় বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। তাছাড়া রমজানের শুরুতে প্রবাসীরা বাড়িতে বেশি টাকা পাঠিয়ে থাকে। এ কারণেও এ মাসে প্রবাসী আয় বেড়েছে।