আল রাইদের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে রোনাল্ডোর আল নাসর। শনিবার (১৬ সেপ্টেম্বর) আল রাইদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই মাঠে ছিলেন পর্তুগিজ এই মহাতারকা। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে আক্রমণে ব্যস্ত রাখেন সাদিও মানে-রোনালদোরা। অন্যদিকে ছেড়ে কথা বলেনি আল রাইদও। পেয়েই আক্রমণে গিয়েছে দলটি। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।
ম্যাচের প্রথমার্ধের ইনজুরি টাইমে লক্ষ্যভেদ করেন সেনেগালিজ তারকা সাদিও মানে। প্রতিপক্ষের ডি-বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক শটে দলকে এগিয়ে নেন তিনি। ম্যাচের ৪৫তম মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাসর। ডি বক্সের ভেতর থেকে নেওয়া জোরালো শটে বল জালে জড়ান সেনেগাল তারকা। এর দুই মিনিট পর মানেকে বক্সের বাইরে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন আল রাইদের বান্দের হোয়াইশি।
এর কিছুক্ষণ পরেই ১০ জনের দলে পরিণত হয় আল রাইদ। মানেকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বান্দে হোয়ায়িশি।
বিরতি থেকে ফিরে ৪৯ মিনিটে ডি-বক্সের বেশ বাইরে ফাঁকায় বল পেয়ে জোরালো শটে বল জালে পাঠান তালিসকা। এতে ২-০ গোলে এগিয়ে যান সফরকারীরা। একের পর এক শট আর ফ্রি-কিকে হতাশ হওয়া রোনাল্ডো গোল পান ম্যাচের ৭৮ মিনিটে।
বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন পর্তুগিজ তারকা। এটি চলমান লিগে তার সপ্তম গোল। ক্যারিয়ারের ৮৫১তম। ম্যাচের যোগ করা সময়েও একবার বল জালে পাঠান রোনাল্ডো। তবে অফসাইডে তা বাতিল হয়ে যায়। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করে ব্যবধান কমায় আল রাইদের মোহাম্মদ ফুজাইর।
শেষ পর্যন্ত রাইদের বিপক্ষে ৩–১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে নাসর। এটি লিগে আল নাসরের ৬ ম্যাচে চতুর্থ জয়। ১২ পয়েন্ট নিয়ে টেবিলে অবস্থান ৫ নম্বরে।