সরকারের পদত্যাগের দাবিতে দাবিতে রোববার থেকে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (৩০ শে নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।
তিনি বলেন, আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
রিজভী বলেন, দুর্নীতি ও লুটপাটের সুযোগ হাতছাড়া না করতেই সরকার দেশী-বিদেশী দাবি উপেক্ষা করে একতরফা নির্বাচনে মরিয়া। বিদেশীদের দাবি অগ্রাহ্য করা হচ্ছে। বিদেশীদের কাছে অংশগ্রহণমূলক নির্বাচনের ভুল ব্যাখা দেয়া হচ্ছে। জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে সরকারের শেষ রক্ষা হবে না।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পরদিন দলটি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে।
এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে বিএনপি।
পরে একদিনের বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ দেওয়া হয়। আবারও শুক্র ও শনিবার বিরতি দিয়ে চতুর্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে দলটি।
একদিন বিরতি দিয়ে ১৫ ও ১৬ নভেম্বর আবারও বিএনপি অবরোধ কর্মসূচি দেয়। পরে ১৫ নভেম্বর সন্ধ্যায় নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। এর প্রতিবাদে ১৯ ও ২০ নভেম্বর হরতাল ডাকে বিএনপি।
হরতাল শেষে ২১ নভেম্বর বিরতি দিয়ে ২২ ও ২৩ নভেম্বর পুনরায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। শুক্র ও শনিবার বিরতি দিয়ে সপ্তম দফায় ২৬ ও ২৭ নভেম্বর অবরোধ কর্মসূচি পালিত হয়।
এরপর ২৮ নভেম্বর বিরতি দিয়ে অষ্টম দফায় ২৯ নভেম্বর অবরোধ এবং ৩০ নভেম্বর হরতাল পালন করে বিএনপি। হরতাল কর্মসূচি শেষ না হতেই শুক্র ও শনিবার বিরতি দিয়ে নবম দফায় রোববার থেকে ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দিলো দলটি।