বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। রোববার দুপুরে ঘূর্ণিঝড়টি পটুয়াখালীর খেপুপাড়া উপকূল দিয়ে দিয়ে আঘাত হানতে পারে। এর প্রভাবে ১০ ফুট পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাস হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানিয়েছেন, নিম্নচাপটি আরো শক্তিশালী হয়ে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪৫৫ কিলোমিটার দূরে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৬৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। ৬০ থেকে ৮৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে।
এদিকে এর প্রভাবে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। সমস্ত নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন তিনি।