কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) ভোররাতে উখিয়ার ৮ ও ১১নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন হলেন, ক্যাম্প-১১-এর এফ-১ ব্লকের দিল মোহাম্মদের ছেলে মো. আনোয়ার হোসেন (২১) এবং অপরজন টেকনাফের লেদা এলাকার বাঙালি মো. আলম ও রোহিঙ্গা সাহারা খাতুন দম্পতির ছেলে সিফাত (১৩)।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, রোহিঙ্গা  ক্যাম্প- ১১ এর এফ/০১ ব্লকে ও রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৮ ইস্ট, ব্লক-৪১ বালুখালীতে চলমান ভারী বৃষ্টিতে পাহাড়ের উপরে থাকা শেল্টার ধসে মো. আনোয়ার হোসেন (২১) নামের একজন রোহিঙ্গা পাহাড়ের মাটিতে চাপা পড়ে নিহত হয়। এছাড়াও স্থানীয় সিফাত (১৩) নামের এক শিশু  মামার শেডে বেড়াতে এসে মাটি চাপা পড়ে নিহত হয়।  সে লেদা টাওয়ারের পশ্চিম পাশে টেকনাফ এলাকার মোহাম্মদ আলমের ছেলে বলে জানা গেছে।

ওসি আরো বলেন, রোহিঙ্গা  ক্যাম্প ১ ইষ্ট ওয়েস্ট ৩.৪.৬.৭.১১.১২.এবং ২০ এক্স এ বিভিন্ন  ব্লকে বৃষ্টির পানিতে প্রায় শতাধিক শেল্টার ক্ষতিগ্রস্ত ও জলাবদ্ধতার  সৃষ্টি হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। ক্যাম্পে সিআইসিদের নির্দেশক্রমে ক্ষতিগ্রস্ত  পরিবারের  সদস‍্যদের লার্নিং সেন্টারে ও এনজিও অফিসসহ সুবিধাজনক স্থানে সরিয়ে  নেওয়া হয়েছে।

উখিয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।