কক্সবাজারের উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ (রোববার) বিকেল ৩টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে সন্ধ্যা ৬টায়। তবে তার আগেই আগুনে পুড়েছে প্রায় দুই হাজার ঘর। তবে আগুনে কোনো হতাহতের খবর মেলেনি। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে ১০ থেকে ১৫ হাজার রোহিঙ্গা।

জানা যায়, রোববার বিকেল সোয়া তিনটার দিকে ক্যাম্পের ডি-১৫ ব্লকের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরে। এসময় একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস। তাদের ৯টি ইউনিট প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) সরওয়ার কামাল বলেন, রোহিঙ্গাদেও ঘরগুলো একটির সাথে আরেকটি লাগানো। এ কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। ধারণা করছি দুই হাজারের মতো ঘর পুড়েছে।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ শুরু করছি। কীভাবে আগুনের ঘটনা ঘটছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।